তুমি কি দেখেছো আকাশের নীল
তার পিছনেও আছে
কালো মেঘের চাপ।
তুমি কি খুঁজেছো, মানুষের দিল?
তার ভিতরেও আছে
বিরহের উত্তাপ।
তুমি কি দেখেছো সমুদ্রের ঢেউ?
তার ও পড়ে ভাটা,
জগতে সবাই খারাপ হয়না
কেউ হয় সাদামাটা।
তুমি কি দেখেছো হিংস্র মানব?
যে ছিঁড়ে ছিঁড়ে খায় রমনী,
তুমি কি দেখেছো নিষ্ঠুরতম আইন?
তাদের কে তবু ধরেনি।
তুমি কি দেখেছো ভালবাসার ফল?
চোখে  আনে জল
আঘাতে আঘাতে ভুলভ্রান্তি,
তুমি কি দেখেছো বিশ্বাসের  দাম?
নিঃশ্বাসে,ক্রমে,ক্রমে
কেড়ে নেয় সুখ শান্তি।