* শেষ বিকেলের ছবি              
  ডুবিছে মামা লালচে রবি    
চারিপাশে কোলাহল        
  আঁধারচিত্রে এ চলাচল।          
গগনে তারার মেলা                
  খেলছি আজি ভাগ্যের খেলা।      
  একি চলছে এ গ্রহে                  
  নিশি এলে মরি আমি দ্রোহে।
  জীবনের মায়াটান                    
   শুধু খুঁজি,মেয়ে পিছুটান।        
  ফিরবে না তুমি জানি                  
এই রাত ফের অভিমানী।          
  তুমি সুখে থাকো তাই              
  আমি আশীর্বাদ করে যাই।


      পর্ব বিভাজন :-৮,১০ মাত্রায়