তুমি মানব সৃষ্টি করে,দুনিয়ায় পাঠিয়ে দিয়েছো
তুমিই যুগে যুগে,তাহাদের পরিক্ষা নিয়েছো
আমি আদমে মানুষ,রক্ত আর মাংসে গড়া অস্থি,
ক্ষুধার্ত হলে তোমার শস্য দানা দিয়ে মিঠাই সস্থি।
তোমাকে ভালবাসি,তুমি আমাকে ভালবাসো
দু"হাত ভরে,তুমি আমাকে দাও,আমি মাথা নত করে নেই
তুমি প্রভু,তুমি বিভু,তুমিই ভূ- জগতের রাজা,
ন্যায় বিচারে,তুমি সীমাহীন,পাপী রে দাও সাজা।
তোমার কাছেই আমি বন্দী,পড়েছি হাতকড়া,
তোমার কাছেই,আমার,সকলের,বাঁচা আর মরা।
যুগোপযোগী,তুমিই দিয়েছো,কঠিন মহামারি,
যারা করেছে প্রভু,তোমাকে নিয়েই অযথা,বাড়াবাড়ি।
আমি ত কিছুই করেনি,অন্যায় পথ ও ধরেনি  শুধু পারিনি,হুঙ্কারে,অন্যায়ের প্রতিবাদ করিতে
জালীমদের প্রতি,নিত্যদিন,সত্যের কলম ধরিতে।
ক্ষমা করো হে প্রভু,আরো দাও আমাকে তোমার,নিরলস শক্তি
তোমাকে ভালবেসে নিশিদিন,করে যেতে ভক্তি।
ক্ষমা করো হে প্রভু,তুমিই ভূ-জগতের রাজা
ন্যায় বিচারে,তুমি সীমাহীন,পাপী রে দাও সাজা।