ওহে" হে" রমণী,কাঁপিয়ে ধরণী
নর,ও নারী সমতা,
কাপুরুষ কে দেখিয়ে দে,লক্ষিত
সত্য মায়ের ক্ষমতা।
ওহে" হে" রমণী,তুমি মা জননী
অক্ষরে অক্ষরে শিক্ষা,
আমার অস্তিত্বে,রমণীর রক্ত  
অযথা দেয়না দীক্ষা।
ওহে" হে" রমণী,চোখের অবনী
তোমার চরণ চুমি,
খোদার পরে,তোমারি স্থান ধন্যে
আমার বেহেস্ত ভূমি।
ওহে"হে" রমণী,তুমি মা জননী
সম্মানিত,এই ভবে,
তোমাদের এ ইজ্জত ম্লান হতে
দিবনা,আমি নীরবে।
ওহে"হে" রমণী,তুমি মা জননী