ছিলো মধুর স্মৃতি,স্কুলের সাথে
মনে হলে,এখনও আমি হাসি
কোথায় হারালো সেই স্বর্ণালী দিন
স্কুলকে আমি,অনেক ভালোবাসি।
ভাঙ্গা টিনের ভাঙ্গা ক্লাসের ভেতর
মাটির গর্ত দিয়ে যেতাম,
সবার আগে,সবার সামনে বসলে
মনে শান্তি পেতাম।
ক্লাসের পড়া, ক্লাসে জমা দিয়েই
ঘন্টা শেষে,বাহিরে
যেতাম খেলতে
ক্লাসের অনেক দুষ্টু বন্ধু ছিলো
খুব কৌশলি,
আমাকে পিছনে ফেলতে।
আমার ছোট্ট ভুলেই স্যারের কাছে
নালিশ দিতো তারা,
ভালো ছাত্র ছিলেম বলেই
তারা পেতো না কোনো সাড়া।
মনে পড়ে যায়,আজ অবেলায়
বন্ধু তদের কথা,
ক্লাসের মধ্যে ছিলো সবার বড়
টুটুল রফিক,মোজাম ভাই
তারাই ছিলো নেতা।
মাঝে মাঝে ক্লাস ফাঁকি দিয়ে
বন্ধুদের সাথে বকুল গাছে
ফুল তুলতে যেতাম,
প্রধান শিক্ষকের অফিস কক্ষে
তাইতো পিটুনি খেতাম।
কোথায় হারালো,সেই স্বর্ণালী দিন
মন তালাশে খুঁজি,
বেশী দুষ্টুমির ফল ভালো হয়না
এখন ঠিকই বুঝি।
ছিলো মধুর স্মৃতি, স্কুলের সাথে
মনে হলে,এখনও আমি হাসি
কোথায় হারালো সেই স্বর্ণালী দিন
স্কুলকে আমি,অনেক ভালোবাসি।