এসো বালিকা, বসন্তের হিমেল হাওয়াই
দু'জনে পথ চলি,
কাছাকাছি,পাশাপাশি,হাতে হাত রেখে
তুমি আমার, আর,আমি তোমার
হব প্রেমের কঁলি,
এসো বালিকা,জোছনা রাতে চান্দের আলোয়
দু'জনে পথ চলি।
রাতের দুর গগনের নীল দেখে তুমি যখন বলবে
এই কবি, দেখো,দেখো, কি সুন্দর সব তারা
আমি তখন বলবো,আমি শুধু দেখেছি তোমাকে
অপূর্ব, বাঁচবো না তুমি ছাড়া।
বালিকা,তুমি তখন পুষ্পের মত দিবে হাসি
  
আর আমি তখন বলবো,
ভালবাসি, ভালবাসি,ভালবাসি।
বালিকা আমি তোমার ভেজা চুলের ঘ্রাণে
গন্ধে মাতোয়ারা, যখন হয়ে যাব কাবু,
বালিকা,তুমি তখন,অভিযোগ করে বলবে আমায়
ভালো হচ্ছে না কিন্তু বাবু।
ঠিক,তখনি আমি বলবো,
এসো দু'জনে মিলে পথ চলবো
তখন তোমার মন ভালো হয়ে যাবে পাগলি।  
তখন আমাকে তুমি জড়িয়ে ধরে বলবে
কবি,কোথায় নিয়ে যাবে আমাকে
আমি বলবো,তোমাকে সমুদ্র সৈকতে ঘুরতে নিয়ে যাবো।
এবার বলো তুমি খুশি হয়েছো ?  
বালিকা,তুমি তখন পুষ্পের মত দিবে হাসি,
আর আমি তখন বলবো,
ভালবাসি, ভালবাসি,ভালবাসি।