আমাকে ভালো বাসতে দাও,পরাণ ভরে
আমাকে কাছে আসতে দাও,হাতটি ধরে
দূরে রাখলে কি করে বুঝবে,আমি কেমন
আমার সন্নিকটে আসো,বুঝার চেষ্টা করো
আমার চোখ কি বলে,হৃদয় কি বলে,মুখে
আমার আমিতে ডুবে যাও,মম চির সুখে।
তবেই ত আমাকে চিনতে পারবে গো,তুমি
যাদের গভীর আস্থা আছে,তারাই জয়ী হয়
জানি আমি,তোমার দুচোখ আজ,রহস্যময়ী
অনেক মাটির নিচে অবদি,তোমার ভাবনা
তবু সেখানে যদি,আমি আমাকে আবিষ্কার করি
তোমার কাছে তা,ভুল প্রমাণিত হবেই হবে!
আমি জানি,তোমার মাঝে,আজ তুমি নেই
তুমি আছো,উদাসী এক,ভাবনার জগতে।
কেনো তুমি,বিপদের দিকেই এক পা করে
ধীরে সুস্থে,হেসে হেসে এগিয়ে যাচ্ছো নিতান্তই।
অনেক নদীর জল,আজ ঘোলা হয়ে আছে
মনের আকাশে এখন আমি,মৃত্যুর শব্দ শুনি।
স্থির হয়ে আছে মন,তবু মনে হয় মাঝে মাঝে
বুকের ভিতরে,হঠাৎ ভেসে যায় রক্তের স্রোত।
গানের সুরের মত,তুমি আমাকে যদি বুঝতে
একাকী মেঘের মত,আমি ফিরে আসিতাম।
তখন তুমি ফিরে পেতে,হারানো সেই  সুখ।