(আঞ্চলিক ভাষায় কবিতা)


এইতো,সেইদিনের কথা,
কতদিন ঘুম থেইকা সকাল সকাল উইঠ্যা
না খাইয়া আনা মুখে ইস্কুলের পুকুর ঘাটে
বইসা রইছি,কারন এই পথ দিয়াই ত
তুমি ইস্কুলে আইতা প্রত্যেকদিন,
হয়তো তুমি ঘুম থেকে উইঠ্যা দাত,ব্রাশ করছো
একটু বই পইড়া,খাওয়া দাওয়া করছো,
তারপর ইস্কুলের উদ্দেশ্যে রওনা হইছো
তহন,ইস্কুলের যত পোলাপাইন পড়াশোনা করতো
সবাই জানতো,এই পুকুর ঘাটে একটা পাগল
সূর্যটা উঠার আগ থেইকা,বইসা থাকে
পাগলডা নাকি,পুবের গায়ের একটা মাইয়া রে
খুব ভালোবাসে,
পাগলডা আর কেউ আছিলো না,
আমি আছিলাম আমি!
সময়ের সাথে সাথে তুমি ও হারইয়া গেছো
হুনছি তুমি এহন বিরাট সংসারী হইয়া গেছো
তোমার একটা মাইয়া ও আছে
সময়ের সাথে সাথে সবকিছু বদলায় গেলো,
তুমি যে ইস্কুলে পড়তা সে ইস্কুলে
টিনের ভাঙ্গা রুমগুলোর আর নাই
ভাঙ্গার পর চারতলা উঠছে রাতারাতি,
এই পাগলডা যে পুকুর ঘাটে বইতো
তাও আজ ভাঙ্গা,চুরমার হইয়া গেছে
সবকিছু বদলায়ো গেলো
আমি ত বদলাইতে পারি নাই,
হুমায়ুন ফরিদী সার তার প্রাক্তন রে কইছিলো
তুমি বলছিলা,সময়ের সাথে সাথে
মানুষ বদলায়,কই আমি ত বদলায় নি
তাহলে কি আমি মানুষ না?
তেমন দ্বারাই তুমি ও বদলায় গেছো,
কিন্তু,আমি ত বদলাইতে পারি নাই
তাহলে কি আমিও মানুষ  না ?
আসলে,মানুষের সংজ্ঞা বুঝা খুব কঠিন
চকচকে করলে যেমন সোনা হয়না
সুন্দর চেহারা আর ভালো কাপড় পড়লেই
মানুষ হয়া যায় না।
যাই হউক,
পাগলের মত পাগলামি করছি বলেই
লোকে পাগল কইতো
এহন ত আর কেউ পাগল কয়না আমারে,
ভুলি ভুলি করে অনেক চেষ্টা করছি,
তবু, ভুলি নাই আমি তোমারে।