সেদিন,আমারে ছাইড়া চইলা গেছিলা
নিজ চোক্ষে দেখছিলাম
তহন বড্ড কষ্ট হইছিলো,
আমারে ছাইড়া,সহজে তুমি গেছিলা
কিন্তু, তোমারে ছাইড়া
একলা থাকার যন্তনার কথা
কেউ বুঝতে ও চাইলো না,কোনদিন
তুমি ও বুঝলানা আমারে
তাইতো ভাঙ্গাচোরা হৃদয়টারে
নিকোটিনের কাছে বেইচা দিছিলাম!
সে আমারে একটু একটু কইরা
জ্বালাইয়া দিছিলো,
সেদিন কষ্টের ভিতর কষ্ট লইয়া
প্রথম দিছিলাম, শুক টান
বিশ্বাস করু,তহনি কাশতে কাশতে
চোক্ষের কোণাত পানি আইছিল,
জীবনের প্রথম, শুকটান বইলা কথা
তারপরও এই কষ্ট তোমার দেওয়া
কষ্টের চেয়ে অনেক কম।
আমি আইজ ও মানতে পারি না
তুমি এইভাবে চইলা যাইবা
কাঠফাটা রৌদ্দুরে কত ধূলা উড়াইয়া
দেবদাসের মত কাটাইছি,
তাও মনে নাই এহন,
এহন শুধু জানি,ভালবাসা করা
আমাগো মত পোলাপাইনের জন্য পাপ
হয়তো নেশা করা ততোটা পাপ না
যাই হউক অনেক নাটক কইরা
মিছামিছি, তোমারে আমি ভুইলা গেছি
আর মনে কইরা লাভ নাই,
তাতে কষ্টের আগুন আরও বাইরা যাইবো
দোয়া করি,তুমি সবসময় যেনো ভালোই থাহ
আমার ভালো না থাকলে ও চলবো,
কারন,
জীবনের প্রথম ভুলটা,আমিই করছিলাম
তুমি ত আর করো নাই।