* ভয় কে আমি জয় করিয়া
  চেতনায় ডুবে থাকি,
  রক্তপাত, নষ্ট, সামাজিক
  ঘৃণার দৃষ্টিতে রাখি।
  দীগন্তের পাড়ে রং ঢং
  রসায়ন সূত্রে প্রেম,
  অমানবিক,নেশা,বিস্তার
  আমার কি প্রবলেম ?  
  উত্তরে বলি,সত্যের গলি
  চুল্লিতে জ্বলে আগুন,
  মায়ের ছেলে,বাপের বেডা
  পাপ করিস নে শুন।
  বলবি স্বাধীন,শুনবো না
  লোভে,মাথায় ফন্দী,
  আমার মত,আমি চালাক
  হয়নি আজও বন্দী।
  সামনেই আছে,মরণ ফাঁদ
  মৃত্যু এলে খেলা শেষ,
  পেশীর জুড়ে, কাজ হবেনা
  যতই করো বিদ্বেষ।