* তুমি চলে গেছো,গোধূলির শেষ লগ্নে
   আমি তখন পথপার্শ্বে,আছি তোমার মগ্নে
   তুমি চলে গেছো,উড়িয়ে বিজয় নিশান
   আমি কেঁদেছি,দেখেছিলে,তুমি আর জিহান।
   জিহান ছেলেটা খুব ভাল,টাকা আছে তার
   তাইতো তুমি হয়েছো তার বউ
   আর,দিলে অধিকার।
   তোমায় হারিয়ে ফেলেছি আমি
   কুয়াশার মাঝে
   বিশ্বাসে,নিঃশ্বাসে তুমি ছিলে
   রংধনু সাজে।
  তুমি আর জিহান,উড়াও বিজয় নিশান
  আমি কৃষকের ছেলে ছিলাম
  আছি, লাঙল কাধে কৃষাণ।
  তুমি চলে গেছো,জিহানের স্বপ্নের আকাশে
  আমি বিরহে,ছেঁড়া পালক উড়াই,বাতাসে।
  আজ আমি কষ্টের অগ্নিবাষ্পে শিকলে বাঁধা
  তুমি আর জিহান,একত্রে,কৃষ্ণ আর রাধা।
  তোমার ভুবন জুড়ে,এখন জিহান,সুখ
  আমার ভুবন জুড়ে,এইটুকু,ভাঙ্গা বুক।
  তুমি চলে যাবে, আমার ভাগ্যে ছিল
  এই লেখা
  ভুলে,ভুলে আমি কাঁদি,নিশীথে
  অভিমানে একা।
  শত কষ্ট সইব,শত আঘাত বইব
  তবু,তোমার সুখের জন্য,একলা একা রইব।
  অষ্টম বসন্ত বিদায় দিলাম,তুমি লেখো
  তুমি আর জিহান,একসাথে ভালো থেকো।