আমি তোমাকে ভালবাসি, এ কথা যেমন সত্যি
তুমি আমাকে ঘৃণার আবরনে, ঢেকে দিয়েছ
  সে কথা তেমন সত্যি।
আজ পল্লী ভুবন ছেড়ে শহরে তুমি
স্বামীর গৃহে একান্ত বসবাস,
আমি ও এসেছি , সেই শহরতলীতে
বুকে নিয়ে একফালি দীর্ঘশ্বাস।
আমি তোমাকে কতটুকু ভালবাসি তা
  আকাশ বাতাস ও জানে,
শুধু তুমি বুঝলে না, জানতে ও চাইলে না
হিংসা বিদ্বেষ , নাকি মান অভিমানে।
তুমি  আমার ভালবাসার জ্যোৎস্না ছিলে
সে কথা,যেমন সত্যি
তুমি আমাকে প্রণয়ের ব্যথা দিয়ে
অ শ্রু ঝরিয়েছ
সে কথা,তেমন সত্যি।
এই জগতে মৌলিক প্রেমিকা তুমি
তাই,চাহিদা ছিল তোমার,
কবিতার পাতা,সবুজ ঘাস, লতাপাতা
এগুলো মৌলিক চাহিদা আমার।
আমি তোমাকে কখনও ভুলিতে পারব না
এ কথা,যেমন সত্যি,
আলোর মাঝে,কালো কষ্ট আমার
সে,কথা,তেমন সত্যি।
আমি কথায় কথায় তোমার নামে কবিতা লিখি
   একথা,যেমন সত্যি,
তুমি উদগ্রীব হয়ে অন্যকে ভালবাসো
সে কথা তেমন সত্যি।
তবু আমার হৃদয় তোমাকে স্বার্থপর বলতে পারেনা
তুমি ভালো থেকো, সুখে থেকো
   আজকাল যদিও কষ্ট উড়াই আমি।