মিথ্যের আঁচল ধরে পাপের স্রমাজ্ঞে যদি
   যাত্রা শুরু করবে তুমি, সহজ হবে নদী
অল্পতে তুমি ব্যাপক সাফল্যের ছোঁয়া পাচ্ছো
ক্ষমতার বল প্রয়োগে, অন্যের হ্বক খাচ্ছো !
  তোমার মনুষ্যকৃত নষ্ট হবে দিনদিন
যশ, খ্যাতি, বাড়বে,আত্মমর্যাদা কমবে
তুমি ক্ষমতা পাবে ঠিকই, কৌতুহলে ভেবো
পৃথিবীতে ঠিকে থাকবেনা কিন্তু, চিরদিন ?
ধর্ষন, খুনখারাপি, জুলুম করোনা, তাও
যদি ভেবেছ তুমি , ক্ষমতা দেখাবে দেখাও?
একদিন রক্তমাংসে গঠিত দেহ তোমার
পিপীলিকা খাবে, মাটি খাবে, তুমি বেছে নাও
বন্দুক উঁচিয়ে, নিরীহ মেরে, স্নান করবে
নাকি মানব কল্যাণে ঝাঁপিয়ে,ত্যাগ ধরবে
সিদ্ধান্ত তোমার, ভাল, খারাপ হতে ছাড়িয়ে
আর অহংকার, ধ্বংসের মাঝে যাই হারিয়ে।