* তুমি আর আগের সেই তুমিটি নেই
   পাল্টে গেছো বৃক্ষের মত  
   যেমন শীতের উষ্ণতা পেয়ে বৃক্ষের পাতা
   এক একটা করে ঝরে যাই
   ঠিক তেমন করে আমার স্মৃতির পাতা থেকে
   তোমার নামটা একটু একটু করে মুছে যাচ্ছে ।
   তুমি অনেকাংশ পাল্টে গেছো রিয়া
   যেমন হাজার বছর চলাচল হয়না
   এমন রাস্তা দিয়া ,
   সেখানের দৃশ্যপট কেমন ভয়ঙ্কর হতে পারে.?
   তার চেয়ে অধীক ভয়ঙ্কর রূপে
   তুমি পাল্টে গেছো রিয়া।
   শুনেছি,গিরগিটি তার রূপ পাল্টায়  
   দেখিনি আমি চোখে,
   তুমি ও তোমার রূপ পাল্টালে রিয়া
   ভাবলেই পাড় ভাঙ্গে,মর্মর এই বুকে।
   তুমি পাল্টে গেছো রিয়া পাল্টে গেছে
   তোমার সেই হাসি,
   আমাকে ও পাল্টাতে হবে এবার
   হয়ে অন্যরকম,এক উদাসী।  
   ভাবতে হবে আমার প্রেমের বাগান শুন্য
   আমি মালি ছিলাম বন্য,
   তাই অযত্নে মরেছে আমার প্রেমের বাগান  
   আমি ছিলাম,আছি শুন্য।
   তুমি পাল্টে গেছো রিয়া,ব্যথায় কাঁদে হিয়া
   ক্রন্দনে,ক্রন্দনে চোখের কোণে জল,  
   আমি ভাবিনি,তুমি অবহেলা দিয়ে
   করে যাবে আমায় ছল।
   তাইতো ক্রন্দনে ক্রন্দনে চোখের কোণে জল।  
   তুমি পাল্টে গেছো,তোমার মত করে রিয়া
   আমাকে ও পাল্টাতে হবে আমার মত
  একাকীত্বের পথ পাড়ি দিয়া।
  আমাকে পাল্টাতেই হবে তোমার কসম রিয়া।