নীরব কথায়
আজও দুচোখে স্বপ্ন মাখা
দিগন্ত নিয়ে বাঁচি ।
তোমার ভাবনার পরিধি মিথ্যে করে
চুপ কথারা কখনো হয়ে উঠে
অশ্বমেধের ঘোড়া ।
তাই তো, কথার চাষ করবো বলে,
শত কোলাহল থেকে বহু দূরে,
নিভৃতে নিজেকে খুঁজি ।
তবে তুমি ভাল থেকো ।
আমার একাকীত্বেই আত্মহারা সুখ;
এতেই আমি বাঁধন হারা ।