প্রায় সব শেষ। সব...
প্রতি মুহুর্তের অমোঘ আস্ফালন,
মেঘের গায়ে হেলে পরা চাঁদ,
সব নিচ্ছিদ্র অন্ধকার কুরোচ্ছে।
দূর হিমালয়ের কোল থেকে জেগে উঠে
আজ সে অনিশ্চিতের বন্যায় ভেসে চলেছে।
দিগন্তমোরা উপত্যকায় কেউ নেই,
ওহে আলো, আজ তোর জন্য কেউ নেই।
প্রায় সব শেষ। সব...


পৃথিবীর সবচেয়ে বড় গুণ হল হিংসা।
এই গুণ বহনকারীই মানুষ, বাকিরা কিছু
চিন্তার কুন্ডলী নিয়ে জন্মগ্রহণ করে ও
মড়ে যায়। কেউ দেখে না। তারা
নদীতীরের যুগযুগান্তরের আগাছা, নদীতেই
মৃত্যু, চিরমৃত্যু। ওহে আলো, ফিরে যা,
কেউ আসবে না; কেউ নেই তোর জন্য।
প্রায় সব শেষ। সব...


জীবনে তুই সবচেয়ে বড় পাপ করেছিস আলো,
পাপ। তুই আদরকে ভালবেসেছিস।
বন্দিকে তুই মুক্ত করতে চেয়েছিস, তুই মেয়ে
হয়ে জন্মেছিস।
হিংসার পৃথিবীতে আলো আনতে চেয়েছিস।
চেয়ে দেখ তাই আজ কেউ নেই তোর পাশে।
প্রায় সব শেষ। সব...