জানো আমি একা থাকতে ভালবাসি,
কোথাও কারো উপস্থিতি আমায় বিব্রত করে।
আমি একা থাকতে ভালবাসি,
তাইতো ফিরে যায় সব অভিমানী,
নিঃশব্দ ক্রন্দন আপন করে নিয়ে।
আমাকে উত্তাল করে সমুদ্রগর্জন,
আমায় আদর করে সূর্যের দীপ্ত হাসি।
আমি তাদের কোলেই থাকতে ভালবাসি।


আমি পাগল, আমি উন্মাদ-
মুক্ত জীবনের বদ্ধতায় আজ উন্মাদিত প্রাণ,
আপন প্রাঙ্গণতলে খোঁজে দৃপ্ত বন্ধন,
উন্মোচিত আবেগভরা সৌম্য জীবন।
আমার জীবন মুক্তির বন্ধন,
মুক্তির স্বাদ তারই আবেগভরা ক্রন্দন।


জীবন, আমি তোমায় চিনি না,
আমি তোমায় জানি না।
তোমার বন্ধন আমার কাছে অজানা।
আমি চিনি সবুজ, চিনি সুন্দর।
তুমি বন্ধন ঘেরা জলাশয়, আমি আবেগ
ঘেরা মুক্তি। তাই আজ আমি জীবনের
কাছে পাগল, আজ আমি
মানুষের কাছে উন্মাদ।