আমরা প্রত্যেকে এক-একটি ইঁদুর, সামিল
সভ্যতার সবচেয়ে জঘন্য ইঁদুর দৌড়ে।
আমাদের আবেগ, বিবেক, বুদ্ধি সব বিসর্জিত,
সবছেড়ে আমরা কেবলি দৌড়ে চলেছি সম্মুখে।


বস্তুত, আমরা হাজার হাজার বছরে ফিরে গেছি।
সেই সময়ে, যা এই পৈশাচিক-হিংস্র প্রতিযোগিতার
আতুর ঘর। যে হিংস্রতা ছেড়ে পশু হয়েছিল মানুষ,
আজ তাকেই আপন করে নিয়ে-
মানুষ হয়েছে পশু।