বসন্তের হাওয়া আজ আমার মনে লাগে।
দিগন্তের পরে কোকিলের ডাক হাওয়ায় ভাসে,
সখা, তোমায় মনে পড়ে।


তুমি আজ বহুদূরে,
সমগ্র জীবন বৈঠা বেয়েও যে নদী আমার হবেনা পার,
তুমি আজ তার ওপারে।


আজ আমি একাকী।
ব্যথিত বক্ষে শীতের রুক্ষ সমীরের ন্যায় আমি শুষ্ক
আমি আজ পরিচয়হীন।


আজ আমি দুহাত ছুঁড়ে দিয়ে,
আকাশের দিকে চেঁচিয়ে বলবো- আমি তোমায় চিনি,
তুমি কী আমায় ভুলে গেছ?