চলার পথে কখনও পেছন ফিরে দেখ যদি আমি নাই
ভেবো না তুমি একা।
অচেনা মুখের ভিড়ে খুঁজে দেখো
রাস্তার মোড়ে, কিম্বা ট্র্যাফিকের জ্যামে
কিম্বা সরু গলির অস্পষ্ট ল্যাম্পপোস্টের নিয়ন আলোয়
আমায় পাবে দেখা।


সব পাওয়া গুলো যদি পূর্ণতা না পায় তোমার জীবনে
ভেবো না তুমি একা।
পাওয়া গুলো হাতড়ে দেখো
ভেঙ্গে যাওয়া স্বপ্ন গুলোতে কিম্বা ব্যর্থ  প্রতিশ্রুতিতে
কিম্বা নিদ্রাহীন অস্বস্তিকর জ্যোৎস্না রাতে
আমায় পাবে দেখা।


জীবনের আনন্দ মুহূর্তে যদি আমায় না পাও পাশে
ভেবো না তুমি একা।
মনের দরজায় কড়া নেড়ে দেখো
রাস্তার ধারের চায়ের দোকানে কিম্বা আইসক্রিম হাতে
কিম্বা হাসি মাখা ঠোঁটে আলোর রশনাই-এ
আমায় পাবে দেখা।