রাত গুলো কি এখনও একই রকম !
অতীতের স্মৃতিরা কি এখনও জাগিয়ে রাখে ?
কান্না ভেজা বালিশ কি আজও উষ্ণ হিম শীতল রাতে ?
জানালার পাল্লা গুলো কি আজও দু হাত বাড়িয়ে ?
চাঁদের আবছা আলো আজও কি তোমার বিছানা জুড়ে ?
অন্ধকার ঘরের কোণে কি আজও নিঃশব্দ হাহাকার থেমে থেমে ওঠে ?
রাত জাগা পাখি কি আজও বিরহের সুর তোলে ?
এক গাছ থেকে আর এক গাছে খোঁজে হারানো সুর !
ট্রেনের সাইরেন কি আজও ঠিক ওই ভোর রাতের ঘুম ভাঙ্গায় ?
না কি ট্রেনের সময় বদলে গেছে...
বদলে গেছে যা ছিল পুরনো... বদলে গেছে মন...
বদলে গেছে সময় গুলো নতুনের সাথে,
না কি বদলে গেছে সব কিছুই; নতুন মানুষ, পেয়ে নিজের পাশে?