হঠাৎ যদি দেখা হয় বাস স্টপে
কিম্বা রেলস্টেশনের প্ল্যাটফর্মে...
যদি মুখ ফিরিয়ে নেই আমি, ক্ষোভে-অভিমানে
তবু কি তুমি রাখিবে তোমার প্রেম অতি যতনে?


হঠাৎ যদি দেখা হয় জনস্রোতের ভিড়ে
কিম্বা কোনও অচেনা একাকী নীড়ে?
যদি চিনিয়াও না চিনিতে পারি তোমাকে
তবুও কি একই ভাবে ভালবাসিবে আমাকে?


হঠাৎ যদি দেখা হয় কোন নদীর তীরে
কিম্বা কোনও প্রাচীন মন্দিরে?
যদি আমি ঘৃণা ভরে অস্বীকার করি তোমার ভালোবাসা
তবুও কি তুমি বাঁধিবে, আমারে নিয়ে তোমার জীবনের আশা?