ইট বালি পাথরে গড়ে ওঠা মনের শহরে
ফুটপাতে বিক্রি হয় মানবিকতা প্রতিটি প্রহরে।


কংক্রিটের ন্যায় কঠিন বাস্তবতার পৃথিবীতে
মত্ত শরীর তার অস্তিত্ব হারায় প্রতি রাতে।


পিচ ঢালা রাস্তায় দ্রুত যানবাহনের চলাচল
তার চেয়েও দ্রুত সম্পর্কের অবৈধ হাত বদল।


রাস্তার মোড়ে মোড়ে দীর্ঘ ট্র্যাফিক জ্যাম
ভালোবাসায় অন্তরঙ্গতা বাড়ায় ওয়েবক্যাম।


গগনচুম্বী অট্টালিকারা অন্ধকার করে পথের গলি
ক্যামেরার ফ্ল্যাশে আলোকিত প্রতিশ্রুতির চোরাবালি।


হাজারো ভিড়েও নিঃসঙ্গতা নিজেকে খুঁজে পায়
একাধিক সখ্যতা মাঝেও একাকীত্ব রয়ে যায়।


বাঞ্ছিত চাহিদা গুলো স্তূপাকারে জমে রাস্তার ধারে
অবাঞ্ছিত যা; তা প্রকাশ পায় রাতের অন্ধকারে।


তাইতো ইট বালি পাথরে গড়ে ওঠা মনের শহরে
মৃতপ্রায় ভালোবাসা, সম্পর্কের জলাঞ্জলি প্রতি প্রহরে।