সানাই এর সুরে বিমোহিত বিবাহ বাসর
আতরের গন্ধে প্রাণোচ্ছল প্রেমের আসর।


আমার পাশে তুমি, দুজনকেই মানিয়েছে বেশ
প্রেমময় নতুন সম্ভাবনার এ যেন এক নব উন্মেষ।


আলোর রোশনাই যেন দেয় ভালোবাসার প্রেরণা
অভিনন্দনের ভিড়ে ভাসে দাম্পত্য-এর নব সুচনা।


মৃদু বাতাসে হাতে হাত আবেগময় দুই হৃদয়
এ যেন এক ভালোবাসার আর এক নব পরিচয়।


মেঘ হীন আকাশে বৃষ্টির হঠাৎ অযাচিত আগমন
মনে হয় এ যেন বিধাতার শুভেচ্ছার পুষ্প বর্ষণ।


অযাচিত বারিধারা তীব্র হয় বিদ্যুৎ-এর ঝলকে
স্বপ্ন ভঙ্গ চোখ অঝোরে ঝরে মেঘের গরজে।


জানালা দিয়ে দেখি বিদ্যুৎ এর চমকানি; উধাও রোশনাই
হু হু বাতাস জোর বেগে বয়, কোথায় সানাই?


সোঁদা মাটির সুবাস এ তো; নয় যে আতর
আশাহত মনের স্বপ্ন ছিল এতো; স্বপ্নের বিবাহ বাসর।


বাস্তবের ভালোবাসা আগেই হয়েছিল অবহেলিত  
কল্পনায়ও শুভ পরিণয় আজ সর্বস্ব লুণ্ঠিত।