আলো নিভে যাবে নিশ্চিত; দিন হবে শেষ
আসবে রাত্রি, সাথে নিয়ে অন্ধকার।
তুমিও চলে যাবে একদিন নিয়ম মেনে
নিয়ম মেনেই দিয়ে যাবে একাকীত্বের আঁধার।
আজ যত কাছে আছো তা হয়ত আর থাকবে না
দূরত্বটা বেড়ে যাবে ভীষণ রকম।
তবুও নিয়ম মেনেই তুমি মনে আসবে, আর;
মনে আসবে হাসি-কান্না, রাগ-অভিমান, ভালোবাসায় ভরা টুকরো স্মৃতিরা অনেক রকম।
এক দিন হাতের মুঠো আলগা হবে, কিন্তু;
মনের আবেগগুলো ভারি হয়ে যাবে নিশ্চিত।
নিয়ম মেনেই ফিকে হয়ে যাবে স্পর্শ আর ঘ্রাণ গুলো
তবে নিয়ম ভেঙ্গেই মনে পড়বে ভাঙা হৃদয়ের স্বপ্নগুলো, যা আজ এলোমেলো।
ব্যস্ত দিনের মাঝে কোনও পরিচিত গলার স্বরে হয়ত
দুরু দুরু বুকে এক পলক খুঁজবো তোমাকে নিয়ম মেনেই
রাত গুলো হয়ত কেটে যাবে তোমার চিন্তা নিয়েই, কিম্বা;
তোমাকে হারানোর দুঃস্বপ্নে ভেজা চোখে রাত কাটাবো, গভীর ঘুমের নিয়ম ভেঙ্গেই।
নিয়ম ভেঙ্গেই তুমি কি পারো না আমার জীবনে থেকে যেতে?
নিয়ম ভেঙ্গে তুমি কি পারো না, আমার যা সব তোমার করে নিতে?
ভালোবাসার নিয়মগুলো বড্ড বেশি কষ্ট দেয়, দেয় তীব্র মানসিক যাতনা
তাই চলো না, নিয়ম ভেঙ্গেই ভালোবাসি; করি নতুন নিয়মের সুচনা।