অপরূপ বাংলা


ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগে
          অর্জিত এ স্বাধীনতা,
মাতৃভাষা বাংলার জন্য
           দিল যারা আত্মত্যাগ,
তাঁদের মহান ত্যাগের কথা
           এ বাংলার ধুলোয় আঁকা।
ষড়ঋতুর রঙে রাঙা
           এ বাংলার আঁচলখানা।
নদী-নালায় ভরপুর
           আমার এ দেশমাতৃকা।
সৌন্দর্যের লীলাভূমি এ অপরূপ দেশ
           সোনার চেয়ে দামী সে ভাই,
আমার দেশের মাটি রে ভাই।
           বন-বনানীতে ভরা এ বাংলা-
মাঠে ভরা সোনার ধান।
            সকল ধর্মের মানুষ যে ভাই,
মিলে মিশে বাস করে তাই।
            পদ্মা, মেঘনা, যমুনা
সমৃদ্ধ করেছে এ বাংলা।
             জন্ম আমাদের বাংলায়,
গর্বিত তাই আমরা।
              দেশ প্রেমের অঙ্গীকার নিয়ে-
গড়ব সোনার বাংলা।