বৈশাখ-জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল,
দেখেছিলেম শৈশবকাল।
আষাঢ় শ্রাবণের বর্ষা;
আসে নাতো আর সহসা।


ভাদ্র-আশ্বিন শরৎকাল,
কাশফুলেদের খেলা করার আকাল।
হেমন্ত আসে কার্তিক- অগ্রহায়ণে;
নবান্ন থাকে ব্যস্ত গরমের দাপটে।


শীতের বুড়ি থাকে না আর
কুয়াশার চাদরে;
পৌষ-মাঘের খেজুর রস,
পাবো খুঁজে রুপকথায় আর
কদিন পর।


ফাল্গুন- চৈত্র ছিল কখনো বসন্ত,
গরমের দাপটে আর হয় না আনন্দ।
ঋতুরা আর করে না খেলা,
নীরব অভিমান;
কি করে শোধাব তবে,
প্রকৃতি মায়ের অবদান।