বাক্স বদল খেলনা বাটি,
পুতুল বিয়ে হয় মাটি,
বিকেল কেন আসে?
ঘুম থেকে মা উঠল জেগে,
খেলতে দেখেই খুব রেগে,
লুকাই খাটের পাশে।
খাবার খেতে খুব জেদি,
বাবা-মায়ের আহ্লাদী,
নতুন খেলার পুতুল।
উস্কোখুস্কো দিন যাপন
ঘুরতে যাওয়ার আস্ফালন
বেঁধে দিও চুল।
রান্না ঘরের আঁশবটি,
নেল পলিসে পরিপাটী
আমি কি কাজ, পারি?
আসছে পুজোয় 'উল্লাসে',
আবার যদি "দেব" আসে
পড়িয়ে দিও শাড়ী।।
*****************************************
শাড়ীও হল গয়না হল,
'উল্লাসে' সেই দেবও এল,
আমি শ্বশুর বাড়ী।
বাবা ফোনের ওপার থাকে,
আমি কি আর বলব তাকে...
ফুঁটছে ভাতের হাড়ি।
শ্বশুর বাড়ির মাসি পিসি,
বায়না সবার অনেক বেশি,
আমার সময় কই?
ঘোমটা খানায় মুখ ঢাকি,
অপবাদেও চুপ থাকি,
করি না হই-চই।
বাপের বাড়ির আদরিনী
মিষ্টি আমার মুখখানি
শীর্ণ রক্তহীন।
প্রেগনেন্সি মাথায় থাক,
দায়িত্বেরা তুষ্টি পাক,
ভালোই কাটে দিন।।