বৃষ্টি যদি থেমে যেত,রাতের সাথে সাথে
মিলিয়ে যেত ক্ষত যত,বিনিদ্র প্রভাতে।


কালকের সব কথা যদি, মিথ্যে যেন হত,
মুছে যেত এক নিমিষে, দু:স্বপ্নরা যত।


তবেই আবার লিখতাম প্রিয়,সাক্ষী অরণ্য
অনন্য এক পদ্য হত শুধু তোমার জন্য,


ডায়রির পাতা ভাজ করে,ভরে নিয়ে নীল খামে,
তোমায় কিনে নিতাম প্রণয়ী,এতোটাই কম দামে।


কিন্তু এমন বৃষ্টি-ভেজা রাত,কেন এসেছিল কাল,
সব কিছু যেন ওলট-পালট, সব আশা বেসামাল।


হারানোর ভয়ে কবিসত্ত্বা,কেঁদে কেঁদে একাকার,
আর বোলোনা লিখতে কখনো,প্রেয়সী দোহাই তোমার।