পড়িয়া রয়েছি নিজে কক্ষে
অতীতের কথাগুলো ভাসে অক্ষে।
তোমার আমার বার্তা প্রেরণ
ছিল ভালোবাসার ক্ষরণ।
তুমি বলিতা ,আমি শুনিতাম
তুমি হাসাতে ,আমি হাসিতাম।


কিন্তু তাছিল‌ অত্যল্পকালের
ভাঙ্গিয়া গেল তালে তালে।
শুরু হলো দুজনের অগ্নি স্বরূপ রাগ
‌ যা লাগিয়াছে সকল আশা কালো দাগ।


আজ করো অবহেলা
দেখাচ্ছো ভাব,
তোমার ভিতরে আছে
অহংকারের স্বভাব।


তাই আজ মন থেকে বলে দিলাম
বিদায়ের নমস্কার।