হাঁটতে হাঁটতে যখন থেমে যায় জেদী দুটো পা
দেখতে দেখতে থেমে যায় চোখ ।
শিথিল শিথিল হাতের হাতছানি তবুও যেন জারি
ডেকে চলে অস্ফুট স্বরে, আজ ডাকে ,কালও ডাকবে
কেন ! কেন তবে এত অহংকার ? কেন
সকালের পর সন্ধ্যা নামে,সন্ধ্যার আঁধার
তোমার ভয় লাগে জানি আজও,তবুও !
তবুও তুমি নূপুর বাজিয়ে হাঁটো সন্ধ্যার সীমারেখায়  ।
কে তুমি !পলাশ ফুলের আগুন ? সাঁঝ বেলার চাঁদ ?
মিথ্যে বলে আগুন লাগাও একরাত ।
কেনই তবে খড়ের চালে এতই লুকোচুরি ,
এক আকাশে বৃষ্টি নামও ভুল করে বারবার ।
জানি তোমার ভয় লাগে ওই আকাশ জুড়ে শব্দ ,
তবুও ! তবুও এতই অহংকার ?