একলা হেঁটে চলি রোজ আমি আমার সাথে,
পাশে মরা কুকুর কেঁদে ওঠে,শুকুনেরা ঢেঁকুর তোলে
কখনোও আস্তে ..আবার নাকে রুমাল চাপা দিয়ে
বুঝলেন ! বড়ই দুর্গন্ধ বিবেকতলার রাস্তাটায়,
কবেকার প্রাগৈতিহাসিক মরা পচা দেহাবশেষ ,
আজও নষ্ট হয়নি,গন্ধ ছড়ায় রোজ ।
পাশেই হাবুর বাবা দোকান করেছে,বেশ চলে
খদ্দের আসে নাক সিঁটকায়,কিন্তু আসে রোজই আসে
দুর্গন্ধে সুগন্ধি বিস্কুট চায়ে ডুবিয়ে তৃপ্তি করে..
আহা খাসা ..বুঝলেন , আপনার এখানে বড়ই দুর্গন্ধ
তবে চা টা একেবারে ..হম ! অপূর্ব ।
কেটে যায় প্রতিদিন ,আমিও হয়ে যাই এঁদো শেয়াল
ঢেঁকুর তুলি ! বাসী বিবেকের গন্ধ মুখে আসে ।
ভুঁড়ি নাচিয়ে আমিও বলি দুর্গন্ধ বটে
কিন্তু দাদা চা টা না একেবারে ! ...