কাকভেজা হয়ে চুপ, একলা একা বাসস্টপ
আমি এক কোনে ভিজে জড়োসড়ো ...
তুমি আসোনি সেদিন , বৃষ্টিতে নাকি ভারী ভয় ।
দুপুর পেরিয়ে সন্ধ্যে নেমে এলো
ঈশান কোনে মেঘ ঘনিয়ে গেলো
ঝাপটা এসে গা ছুঁয়ে যায় সত্যি, তবু তুমি ??
তোমার বৃষ্টি তে ভারি ভয়  ।


এসব অনেকদিনের কথা , ভুলে গেছিলাম জানো !
আজ হঠাৎ করে বাসস্টপেতে দেখা ,
একলা তুমি বসে আছো চুপ, হয়তো কারোর অপেক্ষায় ।
বাইরে মুষলধারে বৃষ্টি , আঁধার করা মেঘ
হাত ঘড়ি তে চোখ তোমার বারবার ..
ব্যস্ত বাস এগিয়ে চলল ...আমি বাসের সিটে ।
পিছনে বাসস্টপ ফেলে রেখে এগিয়ে যায় সময় ..
সন্ধ্যার ধোঁয়া মেশা রাস্তায় আলো জ্বলে ওঠে
তুমি কি এখনও আছো ? একলা বসে ! ..
ঝাপটায় তোমার চুলে জল ..ভয় লাগে না ?
ঘোলাটে আকাশ আজ তোমার ভালো লাগে ?
হাত বাড়িয়ে বৃষ্টির জল ছোঁও না ?
ভালো লাগে না ! সোঁদা গন্ধ ?
নাকি এখনও তোমার বৃষ্টিতে ভারি ভয় !!!