কোনো একদিন গোলাপ হাতে নিয়ে রাস্তায় দাঁড়াব ।
কোনো একদিন অচেনা শহরের বুকে দাঁড়িয়ে হাঁকব
ভালোবাসা চাই ! ভালো বাসা ?
হয়তো ইগোর মোটা কাঁচের জানলা ভেদ করে পৌঁছাবে না এই ডাক,
তবু দাঁড়িয়ে থাকব আমি...সারাদিন,সারারাত ।
ইঁট কংক্রিট এর দেওয়ালের মাঝে হয়তো কেউ
আজও এক রঙিন আকাশের স্বপ্ন দেখে,
কোনো নুইয়ে পড়া শিরদাঁড়া..আজও প্রেমের কবিতা লেখে ।
দিন গুনে চলা ঘুণপোকার মাঝে জীর্ণ বইপাতা,
রান্নাঘরে রঙপেন্সিলের টুকরোর মতো জীবন;
ছুটে চলা ট্রেনের হর্ন,ব্যস্ত স্টেশন আর তার মাঝে
ভালোবাসা টা যেন কোনো এক রূপকথা ।


এই শহরের বুকে হেঁটে গিয়ে চিৎকার করে হাঁকব
ভালোবাসা নেবে গো ! ভালোবাসা !
দিনক্ষন মেপে চলা বেডরুম,আর রোদ মাপা জানলা..
হয়তো অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে ।
আর আমি হেঁটে যাবো হেঁকে যাবো শহরের অলিতে গলিতে,
ডাক দেবো-ভালোবাসা চাই ? ভালোবাসা ! ... ।