হাতের জোরে যদি পাগলা হাতি থামে,
নষ্ট হবে জীর্ন প্রাচীর প্রতিবাদের খামে ।
শুনতে হবে , বলতে হবে এই লড়াইয়ের সওয়াল,
গলার জোরে ফাটতে পারে তোমার আলগা দেওয়াল।
এক আঙুলে নামিও না আজ দমনের ছাত
থাক থাক জমবেই আজ আকাশচুম্বী হাত ।
উঠবে উঠুক বৈশাখী ঝড়,পড়ছে পড়ুক বাজ
গর্জে উঠে রাখবো মান,পাশেই আছি আজ ।
ভাঙবে ওই শুকনো চেয়ার আজকে গলার স্বরে
ভাঙবে শিকল ভাঙবে নিয়ম বারুদ মেশা ঝড়ে।