আকাশ জুড়ে বৃষ্টি নেমেছিল তোমার ঠোঁটে ।
আর আমি ! ঝড়ো হাওয়ায় ভিজেছি এক রাস্তায় ,
বৃষ্টি নেমেছিল জানি তোমার জানালায় ,
আমার আকাশে তখনও পালক মেঘ ছুঁয়ে ছুঁয়ে যায়।


ভেজা বাস-স্টপ তখনও দাঁড়িয়ে ভিজেছে ,
জামার হাতা ভিজেছে ঝাপটা মেখে ,
তখনও দাঁড়িয়েছিলাম এক আকাশ মেঘ নিয়ে ।
তবু তোমার আকাশে বৃষ্টি থামেনি ..
পাতা ভেজা জলে পায়ের আঙ্গুল ভিজে গেছে ।


ঝোড়ো জলো হওয়ায় মেখে দাঁড়িয়েছিলাম তোমার গেটে ,
তুমি আসোনি ..
তুমি তখন নূপুর বাজিয়ে হেঁটে ছিলে ছাদে ।
কার্নিশ বেয়ে নেমে আসা জল মেখেছিলে হাতে,
যেথা আমার বুকেও ছিল এক আকাশ মেঘ ।