কেউ বোঝে না , কি যে লেখে কেউ বোঝে না
শব্দের মাঝে চোখ রেখে ঘুমিয়ে পড়ে যন্ত্রনা,
কেউ বোঝে না , কেউ না ।


সস্তা ফুটপাতের কবি , একদমই সস্তা তার লেখা,
টেরা-বাঁকা, হিজিবিজি লেখা বস্তা পচা ,
কেউ পড়ে না, কেউ দেখে না , কেউ না।


বই কাটা পোকা, পচা বস্তা কাটে , কলম কাটে,
আঙ্গুল কাটে বেছে বেছে,সস্তা কবি জানতনা ।
ঘুণ কি বইয়ে ধরেছে , নাকি সুষুম্না কাণ্ডে ?
কেউ যে বুঝতে পারে না , কেউ না ।


চোখ অক্ষর'ই দেখে শুধু , মনের কথা পড়েনা
তবে কি কবিই পাগল ! ফুটপাতের সস্তা কবি
কবিতাই কি সেগুলো , নাকি পাগলের প্রলাপ !
যেটা কেউ বোঝে না , বুঝতে চায়না ।