আজ সকাল থেকে চুপ চাপ
আকাশে মেঘের ঘনঘটা, মন খারাপ ।
মুখ ভার করে মাটির দিকে তাকিয়ে আছে, এক আকাশ মেঘ ,
এই বুঝি ঝরে গেলো সব ব্যাথা , এই বুঝি ।
এই মেঘলা দিনে সবাই ফিরে এলো ...
পুরানো প্রেম , মেঘলা আকাশে রামধনু, ঠান্ডা হাওয়া
তবু ফিরলোনা রোদ্দুর হতে চাওয়া অভিমানি অমলকান্তি
একবুক বিকেল নিয়ে চলে গেলো আকাশের গা বেয়ে
একটু পরেই বৃষ্টি নামে,বৃষ্টি থামে
এক পশলা বৃষ্টি হয়ে আকাশ যায় কেটে
তবু অমলকান্তি রোদ্দুর হতে পারলো না,
চলে গেলো , এক পশলা বৃষ্টি দিয়ে ,
কারণ, পুরুষ মানুষ নাকি বেশি কাঁদে না ।


(উৎসর্গ :- কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী কে💐💐)