খুব বেশি সময় লাগে না
হটাৎই শেষ হয়ে যায় সব হিসেব নিকেশ
জীবনের সব বোঝাপড়া,দামদর শেষ হয়ে যায় হঠাৎই
কাউকে বলার নাই কিছু , কিছু থাকেনা বোঝাবার
আঁধারের প্রদীপ নিভে যায় আধাঁরেই।
যারা আজও দিন গুনে চলে তবু জানেনা আর কতদিন !
দিন গোনা শেষ হলে রাত'ও গোনে তবু টিকে থাকে
তারা আজও হিসেব করে যায়,দামদর করে রোজ
দাঁড়িপাল্লা নিয়ে হাঁটে তারা,প্রতিটা সময়ের হিসেব নেয়
ঘাড়ে পা দিয়ে ছাদে উঠে,আকাশ জুড়ে স্বপ্ন বোনে
তারপর ...সিঁড়ি গুনতে গুনতে সময় চলে যায়
রাতের তারা গুনতে গুনতে হঠাৎই চন্দ্রগ্রহণ ..
এক কালো অন্ধকারে অর্ধেক জীবন রেখে
শেষ হয়ে যেতে হয়...হঠাৎই ।