রেল লাইনের নীচে আমার বসতবাড়ি
হেথায় গন্ধ মেখে সূর্য ওঠে রোজ
এন্টেনাতে শুকায় তোমার ভেজা শাড়ি
ছেঁড়া ঘুড়ির কে রাখে তার খোঁজ ।


প্লাস্টিক আর জঞ্জালের এক পাহাড়
তার মাঝেই অবৈধ সব দেওয়াল  
গলির মাঝে প্রেমের আরেক বাহার
রাত বাড়লেই বাড়তে থাকে শেয়াল ।


রাতের আমেজ বাসি ঢেকুর শেষে
লাথির সাথে কয়েকশ টাকা মোটে
খিস্তি মারে রোডের ধারে এসে
- বেজন্মার দল গুলো ঠিক জোটে !