প্রিয় প্রাক্তন,
তোমার জেনে ভালো লাগবে না জানি,আর তাইতো তোমাকে জানাতে চাই। কারণ তোমার যে ভালোলাগাদের আমি ভালোবেসেছিলাম আজ তাদের ত্যাগ করেছি। আমার ভাবনার জগতটায় যে জায়গাটা তোমার ছিল তা আজ শূন্যতায় ভরে দিয়েছি।আজ আর তোমার ভালোলাগা  নিয়ে আমি ভাবি না।আজ আমি কেবল তোমার মন্দলাগাদের নিয়ে ভাবি।তোমার মন্দলাগাদের আপন করেছি।ঠিক যেমন করেছিলাম তোমার পছন্দগুলোকে।
আমার সবটা জুড়ে থাকা তুমিটা আজ অর্থহীন।তোমার জন্য পুষে রাখা ভালোবাসারা আজ ঘৃণাতে বদলেছে। তোমাকে আজ কষ্টের নামে ডাকি। তোমার ভিন্ন আরেকটা নাম দিয়েছি, স্বার্থপর!
তুমিটা একটা খারাপ স্বপ্ন হয়ে আছো।তোমায় নিয়ে আমার মনে কেবল বিচ্ছিরি ভাবনারা আছে।অসুন্দর কিছু মুহূর্তরা আছে। আর আছে অকথ্য কিছু গালি।
আচ্ছা হ্যা,যে কথাটা তোমায় বলব বলে লিখতে বসেছি।আজ আমার জগতে উৎসবের দিন।তুমি চলে যাওয়ার দিনটা থেকে যে মহালয়ার শুরু হয়েছিল আজ তার শেষ দিন। আজ আমার জগতে বিজয়া দশমী।আজ দিব বিসর্জন।তোমার বিসর্জন। তোমাতে আমাতে যে সকল ভালোবাসার প্রতিমা গড়েছিলাম সে সকলের আজ বিসর্জন হবে। তোমার পশুত্ব লুকিয়ে রাখা যে মুখোশটা তার বিসর্জন হবে আজ।আজ আমার সকল নষ্ট স্বপ্নদের বিসর্জন হবে। বিসর্জন হবে ভালোবাসার দোষে আমাকেই দেয়া আমার সকল শাস্তিদের।
ঢাকঢোল আর গানের তালে যে বিসর্জনের প্রস্তুতি চলছে তাতে তুমি আমন্ত্রিত। তোমায় জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা।