তোমার দেয়া কষ্টদের যত্নে রেখে,
অজস্র আর্তনাদ চেপে থেকে,
প্রতিদিনকার নির্বাক ঝরে যাওয়া কান্নাদের,
আজ কি মনে পড়ে?
যত্ন করে বুকের ভিতরে,
তোমার নামে লিখে দেয়া আমার শহরে,
যে সকল ভালোবাসাদের তোমার নামে পুষে রেখেছি,
তার প্রয়োজন কি বোধ করো?
আমার হৃদয়ের সবটা জমিন জুড়ে থাকা তুমিটা,
আমার সকল বেলার প্রতিটি প্রার্থনায় থাকা তুমিটা,
তাদের অনুপস্থিতি কি অনুভব করো?
সর্বক্ষণ তোমার স্বার্থের জগতটার আশপাশে থাকা যে ছায়া,
হঠাৎ আসা মেঘে সামান্য মিলিয়ে যাওয়ার মায়া,
তার না থাকাটা কি বুঝতে পারো?
কোনো শূন্যতা কি তুমি অনুভব করো?
আমি ভেবে নিলাম, তোমার হৃদয়ের সমস্ত হাহাকার জুড়ে আমি আছি।
ভেবে নিলাম তৃষ্ণার্ত হৃদয় নিয়ে আমার পথ চেয়ে আছো।
খুব কি ভুল ভাবা হবে?
একটু না হয় ভুল করি,কতটা ভুল তো করেছি-ই।
আরো একটু?
নিজের মনকে মিথ্যে বলা বড্ড কঠিন, তবে আমি পেরে যাবো।
একটু নাহয় মিথ্যে বলি?
কত মিথ্যে তো বলেছি-ই।
আরো একটু?
অভিমান চেপে রাখা চোখে,
চোখজুড়ে থাকা জলে,
মিশেছে যে অশ্রুরা,
তাদের আনন্দাশ্রু বলি?
তোমার ভাবনায় কাটানো কতশত রাত,
তাদের দেয়া চোখের কোলজুড়ে যে কালো দাগ,
তাকে কাজলের নামে ডাকি?
চলে তো যাচ্ছি-ই দূরে, অনেক দূরে।
তাই ভালোবাসার বদলে মিথ্যেদের নাহয় সঙ্গে নিয়ে যাই?
সবটুকু ভুলের দেয়া কষ্টদের নাহয় ভুলের ছলে ভুলে যেতে চাই?