আলতো হাতে জানালাটা খুলে দিলাম,
সাথে চুড়ির রিনঝিন শব্দ!
মৃদু তালে বাতাস ভেসে আসছে।


নতুন সূর্যের আলোয় দেখা যাচ্ছে ক্ষুদ্র ধূলিকণাদের অবিরাম উড়োউড়ি।
.
আচ্ছা,কত দিনের পুরানো এই ধূলিকণা?
এই ধূলিকণাদের ফাঁকে লুকোনো আছে কি আমাদের প্রেমের গল্প?
দুষ্টু ধূলোরা কি সাক্ষী হয়েছিল আমাদের ভালোবাসার?
.
তোমার কি মনে আছে,রোজ সকালে কি সুন্দর তুমি ছুঁয়ে দিতে আমায়?
আর, আমার খোলা চুলের ঘ্রাণ নিলে তোমার নিকোটিনের কাজটাই সেরে যেত!
.
তুমি বলেছিলে, নীল শাড়িতে আমায় বড্ড মানায়।
নীল আর আকাশ খুব কাছাকাছি তো তাই!
নীল আকাশটায় সাদা কালিতে আঁকা যে মেঘ গুলো,তারা ও কি সাক্ষী তোমার আমার বিশুদ্ধ ভালোবাসার?
.
তোমার আমার ভালোবাসার সাথে ' অপেক্ষা' শব্দটার গভীর মিল আছে।
তুমি হারিয়ে যেতে বারবার-ই!
আর আমি, অপেক্ষা করতাম তোমার ফিরে আসার।
সত্যি,ভালোবেসে ছিলাম সেই অপেক্ষা গুলোকে ও!
শত ভালোবাসা আর ভালো থাকাদের ভিড়েও আমি সেই কষ্টদের অপেক্ষায় থাকতাম।
ভালোবেসেছি যে সেই কষ্টটাকে,কষ্টের অপেক্ষাটাকে!
.
কোথায় তুমি? আবার কি ফিরবে?
হয়তো না!
তুমি এসেছিলে আমার জীবনে, কালবেলার অনিমেষ হয়ে!
আর অনিমেষরা হারিয়ে-ই যায়,তারা চিরকাল থাকার নয়।