চলে যাচ্ছে আলোর উপর অন্ধকারের রাজত্ব মেনে নেয়া এক একটি দিন,
চলে যাচ্ছে দস্যি অন্ধকারের বুকচিরে তেড়েফুঁড়ে এগিয়ে আসা আলোকে স্বাগত জানানো এক একটি রাত,
বয়ে যাচ্ছে এক একটি মুহূর্ত!
চলে যাচ্ছে সেই সময়গুলো যা আমাদের ছিল।
বদলে যাচ্ছে সে ভালোবাসাগুলো যা আমাদের সঞ্চয় ছিল।
আজ আমাদের হেরে যাওয়ারা আমাদের  পরাজয় দেখে জয়ের হাসি হাসছে।
আর আমরা!
নতশিরে মেনে নিচ্ছি আমাদের জন্য ধার্য করা এক একটি সাজা।
মেনে নিচ্ছি "তুমিহীন আমি" কিংবা "আমিহীন তুমি" একটা জীবন।
শুনেছ কি?
আজ আমরা ভালোবাসার যে রাজ্যে আমাদের রাজত্ব ছিল,সেই রাজ্যের হতদরিদ্র দু'জন প্রজা!
আজ আমরা হেরে যাওয়া মানুষ,
ভালোবাসা হারিয়ে,ভালোথাকার খোঁজে আলাদা দু'জন মানুষ।
নাহ! মানুষ নয়!
জীবিত দু'টো লাশ।