যদি তোমার মনখারাপের সকালটায় অলক্ষিতভাবেই ভোরের পাখিরা গানেরদল নিয়ে উপস্থিত হয়,
তবে মনখারাপটুকু উড়িয়ে দিও?
যদি তোমার মনের ওই মেঘলা আকাশটায় ধাঁ করে ঝলমলে সূর্যের আগমন হয়,
তখন একটুকরো হাসি দিও?
যদি ভালো না লাগার বিকেলটায় ফুরফুরে দখিনা বাতাসের আসাযাওয়া শুরু হয়,
তখন একটুখানি ভালোলাগা দিও?
যদি,অনেক অনেক অভিমান জমানো রাতটায় হঠাৎ করেই জোছনাকুমারী এসে যায়,
তবে ওই রাতটার জন্য অভিমানটুকু ঝেড়ে দিও?
যদি তোমার দুঃস্বপ্নদের ভিড়ে চুপটি করে আমি এসে যাই,
তবে সেই স্বপ্নদের ভালোবাসার নাম দিও?
যদি তোমার দুঃখ নামের জীবনটায় অল্পটুকুও আমি থাকি,
তবে তার নামটা বদলে দিও?
জীবনটাকে ভালোবেসো?
ভালোথাকাদের আপন করে নিও?
একটুখানি ভালোবাসা আমাকেও দিও?