আজ আগুনের প্রখরতায় ঝলসে যাচ্ছে সব স্বপ্নেরা,
এলোমেলো ভালোবাসাদের চিতাভষ্ম উড়ে বেড়াচ্ছে,
একাকী ভাবনায় হৃদয়ে গড়া সংসারটার প্রাচীর এখন কয়েকটা কয়লার টুকরো মাত্র।
আর আমি,আগ্রহভরে দেখে যাচ্ছি আগুনের কর্মকাণ্ড!
প্রচণ্ড মনোযোগ নিয়ে দেখে যাচ্ছি, কত সহজে ধ্বংস করা যায়।
কত সহজে নিঃস্ব হওয়া যায়।
সত্যতার প্রখরতায় দগ্ধ হচ্ছে খেয়ালি ভালোলাগারা,
লাল ভালোবাসারা এখন কালো রঙা ছাই।
আগুনের তাণ্ডবলীলা এখন দমেছে!
দগ্ধাবশেষ কিছু পড়ে আছে মাটিতে।
আর ভালোবাসাদের জীবন্ত আত্মা ধোঁয়া হয়ে উড়ে গেল,
মিশে গেল বাতাসে!
তারা ফের অন্য একটা মনে বাসা করবে।
কারণ,তারা মিলিয়ে যায় না।
তারা কালো ছাই হয়ে পড়ে থাকে না,
তারা বেঁচে থাকে!
কেবল বদলায় তাদের আবাস,
বদলে যায় মন-মানুষ।