ধীরেধীরে আমি মাটির তৈরি মূর্তিতে পরিণত হচ্ছি।
বিসর্জন দিয়েছি রক্ত,মাংস,কলিজা,মস্তিষ্ক আর অশ্রুদের।
আমার কানের পর্দায় মাটির আস্তরণ পড়েছে।
তাই তো,আমার মস্তিষ্কে এখন কারো পীড়া পৌঁছায় না।
কোনো মায়ের সন্তান হারানোর আর্তনাদ আমায় আর স্পর্শ করে না।
আমার চোখের উপরে দিয়েছি শক্ত মাটির প্রলেপ।
আমি দেখি না কারো ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাওয়া।
আমি দেখিনা অন্যের রক্তাক্ত দেহ,আর নিঃস্ব হয়ে যাওয়া।
আমার বাঁ পাশটায়,পঁজরাস্থির মধ্যে সাজানো হৃদয়টা এখন আর নেই।
তার বদলে সেখানে মাটির দলা সাজিয়েছি।
তাই আর অনুভব করি না,আর কষ্ট দেখি না,আর বুঝতে পারি না।
খুব ভালোবেসে নিজেকে মাটির শক্ত মূর্তিতে গড়েছি।
ধীরেধীরে আমি মাটির মূর্তিতে পরিণত হয়েছি।