প্রিয় মায়া,
পৃথিবীর সকল নিষ্ঠুরতার আড়ালে লুকানো যে অনুভূতিটা,তার নাম দিয়েছি আজ মায়া।
তুমি যদিও লুকানো থাকো শত নিষ্ঠুরতার আড়ালে,আমায় তবু গ্রাস করে জঘন্য সেই অনুভূতিটা-ই।
যখন নিজের স্পর্শ পেয়ে তার স্পর্শ অনুভব করি,যখন নিজ চোখে চেয়ে তার চাহনি ভেসে ওঠে!
তখন একটা কষ্ট নাড়া দেয়,আমি তার নাম দিয়েছি মায়া।
যেই মুহূর্তে বিনা কারণে চোখ ঝাপসা হয়ে যায়,আর দোষ দিতে হয় নির্দোষ বালুকণার!
যখন না কেটেই বুকের ভেতরটা উষ্ণ রক্তে ভেসে ওঠে,তখন আমি তাকে মায়া নামে ডাকি।
মায়া জানো!
অনেক নিষ্ঠুরতা-কঠোরতা আমি দেখেছি এই দু চোখে,ভয় হয় আমার এই মায়াটাকে-ই।
খারাপ বলি,আমি খারাপ বলি এই মায়া-কে।
ভয় হয়,বড় ভয় হয়,মায়ার কালো ছায়া-কে