এমন তো নয়,তোমাকে হারিয়েছি আমি কোনো এক দুরূহ পথের বাঁকে।
কিংবা,হারিয়েছি তোমায় অন্ধকারময় এক আমাবস্যা রাতে।
তুমি মিশেছিলে জোছনা স্রোতে,
ভেসেছিলে দখিনা বাতাসে।
এমন তো নয়, তোমার আমার ভালোবাসাহীন গল্প ছিল।
কিংবা,কষ্ট মাখা কান্না ছিল।
তুমি শুধু বলেছিলে, চলে যাই।
তুমি চলে গেলে...
হারিয়েছি তোমায় রৌদ্রজ্জ্বল, আলোময় এক সকালে।
হারিয়েছি আমি তোমায়,ক্ষণস্থায়ী এক মুহূর্তে।
এমন তো নয়,দিনটায় মেঘেদের কান্না ছিল।
এমন তো নয়,গল্পটায় তুমিহীনা আমি ছিল।
তুমি শুধু বলেছিলে,চলে যাই।
আর,তুমি চলে গেলে..