এলোমেলো হালকা হাওয়ায়,
দোল খাওয়া গাছের ডালে,
বসে থাকা ছোট্ট পাখি,
একলা,সেতো আমার মত-ই একলা।
শীতের সকালে স্নিগ্ধ ঘাসের ভিড়ে,
স্বচ্ছ সবুজ পাতার ফাঁকে,
এক ফোঁটা শিশির কণা,
একলা,সে ও একলা।
চৈত্রের শেষে বৈশাখের প্রথম দিনে,
প্রখর তাপে জ্বলতে থাকা,
সন্ত্রাসী সূর্যটা!
সেও একলা,আমার মত-ই।
মেঘহীন আকাশের,ক্ষুধার্থ প্রেমিকের,
মিষ্টি সময় কাটানো রাতের,
সুন্দরী চাঁদটা?
সেওতো একলা,ঠিক আমার মত।
একা বসে থাকা পাখি মনের সুখে গান গাইতে পারে,
সূর্যতো একা একাই জ্বলে,উজ্জীবিত হয় বারেবারে।
একফোঁটা শিশির কণাকেই মুক্ত ভেবে ভুল করি,
আর সুন্দরী চাঁদটাতো একমাত্র রাজকুমারী।
তাইতো আমিও একা,একলা আমি।